ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

প্রকাশিত: ১৬:৩৫, ১৬ এপ্রিল ২০২৫

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী জুলাইয়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যেসব তরুণ আগামী নির্বাচনের তফসিল ঘোষণার সময়ের আগে ১৮ বছর পূর্ণ করবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমান আইন অনুযায়ী এটি সম্ভব নয়, তাই আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। এই ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

নির্বাচন আয়োজনের উপযোগী কি না—এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তিনি বিভিন্ন জেলা পরিদর্শন করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতে, পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।

তিনি আরও বলেন, একটি নির্ভরযোগ্য, পরিশুদ্ধ এবং হালনাগাদ ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করে এ কাজ সফলভাবে সম্পন্ন করেছে। আমাদের লক্ষ্য ছিল ৬১ লাখ ৮৮ হাজার নতুন ভোটার নিবন্ধন করা, কিন্তু এর চেয়ে বেশি—প্রায় ৬৩ লাখ—ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। এর মধ্যে ৩ লাখের বেশি বাদ পড়া ভোটার পুনরায় নিবন্ধিত হয়েছেন এবং নতুন ভোটার হয়েছেন প্রায় ১৯ লাখ ৬৬ হাজার। আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিহাব

×