
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ও বিএনপির প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর নির্বাচন আয়োজন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কালবিলম্বের ইচ্ছা নেই। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি এতে সন্তুষ্ট নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে।’
এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে তাঁদের (বিএনপির প্রতিনিধি দল) হ্যাপি মনে হয়েছে। তারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং ওনাদের সন্তুষ্ট মনে হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং নজরুল ইসলাম খান।
ফারুক