ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না

প্রকাশিত: ১৫:৫০, ১৬ এপ্রিল ২০২৫

পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না

ছবি: সংগৃহীত

ভোজ্য তেলের পর এবার বাড়ছে পেঁয়াজের দাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দাবি তেলের দাম ফর্মুলা অনুসারে যা আসে তার থেকে ৯ টাকা কম নির্ধারণ করেছে সরকার। যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক সচিবালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

ভোজ্য তেলে দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন ব্যবসায়ীদের পেঁয়াজে মজুদ বাড়ানো প্রবণতায় দাম কিছুটা বাড়ছে। তবে পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না।

চালের মূল্য বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন বন্যার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা যায়নি। দুই সপ্তাহের মধ্যে বোরো ধান উঠলে বাজারে স্বস্তি আসবে। আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সফরে মার্কিন শুল্ক আরোপ নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, "আগামী দুই সপ্তাহের ভিতরে আমাদের বোরো ধান উঠবে বলে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে বাজার ব্যবস্থায় আমাদের চালের বাজারে আমরা আশা করি যে একটা স্বস্তি আসবে। সামষ্টিক অর্থনীতির যে অবস্থান অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে।"
 

সূত্র: https://www.youtube.com/watch?v=YpYuIalD_1I

আবীর

আরো পড়ুন  

×