
ছবি: সংগৃহীত
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পেরিয়ে গেছে আট মাস। কিন্তু মানিকগঞ্জের সাটুরিয়ায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চালের বস্তায় এখনও লেখা রয়েছে সাবেক সরকারের প্রচারমূলক স্লোগান — “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”। এ ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সামাজিক ও রাজনৈতিক মহলে উঠেছে নানা প্রশ্ন।
সাটুরিয়া উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বর্তমানে ১৮ জন ডিলারের মাধ্যমে ৫,৯৬৬ জন সুবিধাভোগী মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন ১৫ টাকা কেজি দরে। এর মধ্যে ১৬৫ জন সুবিধাভোগী বর্তমানে বাতিল তালিকাভুক্ত হলেও বেশিরভাগ মানুষ নিয়মিত চাল পাচ্ছেন। তবে বিতরণকৃত পাটের বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম ও স্লোগান থাকায় অনেকেই বিষয়টিকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে দেখছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, দেশের অনেক জায়গায় আগের সরকারের প্রচারণামূলক সাইনবোর্ড ও স্লোগান অপসারণ করা হলেও চালের বস্তাগুলোতে তা রয়ে যাওয়া দুঃখজনক এবং বিভ্রান্তিকর।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু সাইদ (বিএসসি) বলেন, “যে সরকার জনগণের রায়ে বিদায় নিয়েছে, তাদের প্রচার-প্রচারণা এখনও সরকারি সহায়তার সাথে যুক্ত থাকা অনৈতিক।”
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, “সরকারি খাদ্য কর্মসূচির মাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক বার্তা ছড়ানো উচিত নয়। যারা এখনও এই প্রচারণায় যুক্ত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার নেতা শিশির আহমেদ জানান, “বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি। পুরনো বস্তা ব্যবহার বন্ধ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা আবারো প্রশাসনের সঙ্গে বসব।”
উপজেলা ট্যাগ অফিসার অনির্বাণ সরকার চালের বস্তায় স্লোগান থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “পুরনো বস্তা সরবরাহের কারণেই এমনটা হয়েছে। এটি অনভিপ্রেত এবং ভবিষ্যতে যেন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রাবেয়া খাতুন লিজা বলেন, “যেসব বস্তায় আগের সরকারের স্লোগান রয়েছে, তা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
জনগণের দাবি, সরকারি সেবামূলক কর্মসূচিগুলোতে নিরপেক্ষতা ও সতর্কতা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হন এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় থাকে।
আবীর