ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ধ্বংসস্তূপের গাজায় নেতানিয়াহুর হঠাৎ সফর !

প্রকাশিত: ১৪:৫২, ১৬ এপ্রিল ২০২৫

ধ্বংসস্তূপের গাজায় নেতানিয়াহুর হঠাৎ সফর !

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর চলমান স্থল ও বিমান অভিযানের মধ্যেই মঙ্গলবার এই সফর সম্পন্ন হয়।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ গাজা উপত্যকার উত্তরাঞ্চল সফর করেছেন।’’ তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এর আগে হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটে। নতুন অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ, আহত আরও কয়েক হাজার।

ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার হাসপাতালগুলোও। চলমান হামলা এবং অভিযানের ভয়াবহতায় গাজার হাজার হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এদিকে, ইসরায়েলের প্রস্তাবিত ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে হামাস। এই চুক্তিতে হামাসের কাছে অস্ত্র সমর্পণের শর্ত ছিল, তবে গাজা থেকে সেনা প্রত্যাহার কিংবা স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছিল না।

যুদ্ধবিরতি আলোচনায় জড়িত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, ইসরায়েল কেবল হামাসকে নিরস্ত্র করার শর্ত দিয়েছে, কিন্তু শান্তির কোনও দীর্ঘমেয়াদি রূপরেখা উপস্থাপন করেনি। এ কারণেই হামাস প্রস্তাবটি গ্রহণ করেনি।

সূত্র: এএফপি

আসিফ

×