
ছবি: সংগৃহীত
চার বছর মেয়াদি শিক্ষাক্রম চালুসহ ছয় দফা দাবিতে রাজধানীর ব্যস্ততম সাত রাস্তার মোড় অবরোধ করেছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা।
বুধবার সকাল ১০টা থেকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে অবস্থান নিয়ে সড়ক ও ফ্লাইওভার পুরোপুরি অবরোধ করে রাখে। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থীরা জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে পলিটেকনিক শিক্ষাক্রমকে চার বছরে উন্নীতকরণ, কর্মক্ষেত্রে ৭০ শতাংশ কোটার দাবি, শিল্প প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তি শিক্ষার মান অনুযায়ী নিয়োগের নিশ্চয়তা, চাকরিতে টেকনিক্যাল শিক্ষার্থীদের প্রতি বৈষম্য বিলুপ্তি, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সমান স্বীকৃতি এবং প্রশিক্ষণের পর উপযুক্ত নিয়োগ।
তারা অভিযোগ করেন, এইচএসসি পাস সাধারণ শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে ৭০ শতাংশ কোটা নির্ধারণ করা হলেও কারিগরি শিক্ষার্থীদের জন্য মাত্র ৩০ শতাংশ রাখা হয়েছে, যা পুরোপুরি বৈষম্যমূলক।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাবেন।
সাত রাস্তা ও আশপাশের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে এখনও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আন্দোলন অব্যাহত রয়েছে।
আবীর