
প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। এই উপলক্ষে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ।
আগামীকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরকালে পাকিস্তানি সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মূলত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের প্রস্তুতি হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসের শেষ দিকে ইসহাক দারের ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। তার সফরের দিনক্ষণ চূড়ান্ত করতেই এই বৈঠক।
উভয়পক্ষের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের শেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে।
সূত্র:https://tinyurl.com/d5sjh6yu
আফরোজা