
ছবি: সংগৃহীত
কুয়াকাটায় চেতনানাশক স্প্রে করে একই পরিবারের চারজনকে অচেতন করে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বেড়ার টিন কেটে ঘরে প্রবেশ করে সংঘবদ্ধ চোরের দল পরিবারটির এমন সর্বনাশ করেছে। কুয়াকাটা পৌরসভার ইসলামপুর মাদ্রাসার পিছনের বাসিন্দা নাসির মুসল্লীর ঘরে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গৃহিণী শাফিয়া বেগম জানান, তারা সবাই রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। সকাল হয়ে গেলেও সামনের ঘরে ঘুমিয়ে থাকা তার স্বামী, দুই ছেলে ও বেড়াতে আসা ভাতিজার কক্ষ বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। খোলার পরে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পায়। বেড়ার টিন কাটা। টাকা-পয়সা উধাও।
মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত চলমান রয়েছে।
আবীর