
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা ছিল ইউনেস্কোর স্বীকৃতি লাভের জন্য, যেটা আওয়ামী লীগ করেছিল।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আরও বলেন, ‘শোভাযাত্রা করার প্রাথমিক ইতিহাসে আসলে এন্টিফ্যাসিস্ট উপাদান ছিল, ডেমোক্রেটিক আকাঙ্ক্ষার একটা প্রকাশও ছিল।’
পতিত আওয়ামী লীগ সরকার নববর্ষের শোভাযাত্রাকে আওয়ামীকরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এইখানে কীভাবে একটা পদবি দিয়ে দেওয়া যায়, একটা অ্যাওয়ার্ড আরোপ করা যায়, সেভাবে কাজ করেছে। আওয়ামী লীগ সরকার ভেবেছিল, ইউনেস্কোর মতো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এটাকে একটা মহান রূপ দেওয়া যাবে, তাতে করে আওয়ামী লীগ এটার ক্রেডিটটা নিতে পারবে।’
নববর্ষের শোভাযাত্রার মান উন্নীত করার ব্যাপারে বা এই জায়গাগুলোতে আওয়ামী লীগের কোনো ধরনের আগ্রহ ছিল না বলে জানান সামান্তা শারমিন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইনটেনশন ছিল শুধুমাত্র তার ফ্যাসিস্ট এলিমেন্টে এবং তারা শিল্প-সংস্কৃতির এই বলয়টা কাজে লাগিয়ে আনন্দ শোভাযাত্রা বা বৈশাখের যে আনন্দ উদযাপন, এইটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দিয়ে ইউনেস্কো স্বীকৃতি নিয়ে নিলো।’
‘চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা যে-ই লেভেলের কাজ করে অভ্যস্ত এবং পুরো দেশের সকল চারুকলার শিক্ষার্থীরা ও শিল্পীরা যদি একত্রিত হয়, এর থেকে অনেক বেটার অনেক কিছু করা সম্ভব,’ যোগ করেন সামান্তা শারমিন।
সূত্র: https://www.youtube.com/watch?v=IryNC-94GwQ
রাকিব