
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে বাংলাদেশে পাঠাচ্ছেন। সফরকালে ওই দুই কর্মকর্তা বাংলাদেশের বিএনপি জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন।
বাংলাদেশ সফরে যারা আসবেন, তারা দুজনই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এরা হলেন নিকোল চুলিক (Nicole Chulick) ও এন্ড্রু হেরাপ (Andrew R. Herrup)। এদের আগেও ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও এসেছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা এসেছেন।
এবারই প্রথম আসছেন উচ্চপর্যায়ের দুই কর্মকর্তা। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই দুই কর্মকর্তা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গেও কথা বলবেন তারা। এসব বৈঠকে মূলত বাংলাদেশে নির্বাচন, গণতন্ত্র ও সংস্কার প্রধান্য পাবে বলে জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সংস্কার, নির্বাচন ও গণতন্ত্র ছাড়াও ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা ও মিয়ানমার পরিস্থিতিসহ দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৬ এপ্রিল) প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু হেরাপ।
বাংলাদেশে এন্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। ফলে দুই দেশের সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। প্রাসঙ্গিকভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টিও আলোচনায় আসতে পারে।
সূত্র: https://youtu.be/lRAQjhxeNGY?si=cO64a5GG5Ilp-eNm
রাকিব