
ছবি: সংগৃহীত
সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক আবু আলম শহীদ খান বলেছেন, ‘বিগত আট মাসে সংস্কার তো কিছু হয়নি আসলে, এখন তো আলোচনার টেবিলে আছে। প্রত্যেক মিটিং এ শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে আলাপ-আলোচনা হচ্ছে।’
দেশ সংস্কারে অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যারা যারা এর সাথে যুক্ত আছেন, তারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কাজ করছেন, কিছু লোক হয়তো বাইরে থেকে তথ্য সংগ্রহ করছেন। আট মাসে কোনো সংস্কার হয় নাই, কিন্তু এই আট মাসে অনেক কিছু করা সম্ভব ছিল। সেগুলো তো সরকার করেন নাই।’
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে এমন এসব কথা বলেন আবু আলম শহীদ খান।
সংস্কারে যাওয়ার জন্য আলাপ-আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘কখন সংস্কার হবে, আমার কাছে কোনো টাইমলাইন নাই, তবে দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস।’
আবু আলম শহীদ খানের ভাষ্যে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে এতোদিনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের (সংশোধিত রূপে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩) মতো নিবর্তনমূলক আইনকে বাতিল করতে পারতেন।
সূত্র: https://www.facebook.com/share/v/17pcG6XB7B/
রাকিব