ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

সয়াবিন ও পাম তেলের মূল্যবৃদ্ধি

পাঁচজনের একটি সংসারের মাসিক খরচ ৭০ টাকা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:০২, ১৬ এপ্রিল ২০২৫

পাঁচজনের একটি সংসারের মাসিক খরচ ৭০ টাকা বৃদ্ধি পাবে: বাণিজ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুসারে, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রি হবে।

সরকারের ভর্তুকি কমিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে দামের সাপেক্ষে দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে এই মূল্যবৃদ্ধি সাময়িক জানিয়ে তিনি বলেন, বাজারে সরবরাহ ও প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে অদূর ভবিষ্যতে দাম কমিয়ে আনা সম্ভব হবে।

সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, ‘জনপ্রতি এক লিটার তেল লাগলে পাঁচজনের একটি সংসারের মাসিক খরচ ৭০ টাকা বৃদ্ধি পাবে বলে আমার আমার ধারণা। আমাদের যে সমন্বিত ব্যয়, একটি সংসারে মাসে যদি পাঁচ লিটার তেল লাগে, তাহলে ৭০ টাকার মূল্যবৃদ্ধি ঘটবে।’

তিনি আরও বলেন, ‘প্রতি মাসে মাসে ৭০ টাকার মূল্যবৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। তবে অবশ্যই এই সিদ্ধান্তে ভোক্তাকে কিছুটা ভার বহন করতে হবে।’

 

সূত্র: https://www.facebook.com/share/r/15p1fTFhaM/

রাকিব

×