ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

তরুণরা বুঝিয়ে দিয়েছে তারাও রাজনীতি বোঝে: তারিক মনজুর

প্রকাশিত: ০৪:১৩, ১৬ এপ্রিল ২০২৫

তরুণরা বুঝিয়ে দিয়েছে তারাও রাজনীতি বোঝে: তারিক মনজুর

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর বলেছেন, ‘আমাদের তরুণদের নিয়ে একধরনের চিন্তা ছিল, ওরা বুঝি রাজনীতি বোঝে না। কিন্তু তারা তো বুঝিয়ে দিয়েছে, তারাও রাজনীতি বোঝে।’

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

অধ্যাপক তারিক মনজুর আরও বলেন, ’১৫ বছর বলি আর অতীতের দীর্ঘ সময়, যে পর্ব পর্যন্তই বিবেচনা করি না কেন, যারা ক্ষমতায় থাকে তারা যদি বয়ান তৈরি করার চেষ্টাও করে, সেটা আদৌ সফল হয় কিনা। সে তো আমরা দেখতে পেলাম যে, সেটা শুধুমাত্র প্রচার মাধ্যমেই কাজ করে, মানুষের হৃদয়ে কিন্তু কাজ করে না।’

এছাড়া, দেশ সংস্কারের প্রশ্নে কে আগে সংস্কারের কথা বলেছে, তা মুখ্য নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আসলে সংস্কার জরুরি। কিন্তু এই ডিসেম্বরেই সংস্কার পুরোপুরি সম্ভব বা সামনের জুনেই সম্ভব, ব্যাপারটি তা নয়। এটি চলমান একটি প্রক্রিয়া।’

সবার আগে ভোটের সংস্কার প্রয়োজন উল্লেখ করে অধ্যাপক তারিক মনজুর বলেন, ‘মানুষ যাতে তার মুক্ত ভোটকে দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আর কিছু তো লাগে না, যদি ভোটের শুরু থেকে ভোট গণনা পর্যন্ত ভোট কেন্দ্রে এজেন্ট বসে থাকতে পারে, তাহলে তো আমার ভোটের অধিকারটুকু আমি নিশ্চিত হয়ে ভোট কেন্দ্রে যেতে সাহস পাবো।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/16AR7mDWMQ/

রাকিব

আরো পড়ুন  

×