
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ বলেছেন, ভারতের আচরণে এখনও পুনর্মূল্যায়নের তেমন কোন সুনির্দিষ্ট নজির নেই। তবে তিনি উল্লেখ করেন, কূটনীতি, বাণিজ্য ও রাজনীতি সব ক্ষেত্রেই বাংলাদেশ এবং ভারত উভয় দেশই "উইন-উইন" পরিস্থিতির দিকে মনোনিবেশ করবে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ডা. সাখাওয়াত আরও বলেন, ভারতের আচরণ গতকাল পর্যন্ত বাংলাদেশকে ভৃত্যের মতো ব্যবহার করার চেষ্টা করেছে, এবং তারা কখনোই বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়নি, বরং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। এ কারণে বাংলাদেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতার পক্ষে থাকা জনগণ ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছে।
তিনি আরও বলেন, ভারতের গরু রপ্তানি এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং এসব ক্ষেত্রে বাংলাদেশের স্থানীয় উৎপাদন বাড়ানো হয়েছে। করোনাকালীন সময়ে দেশের চিকিৎসকরা নিজেদের দেশের মানুষের জন্য কাজ করে তাদের সুস্থ রাখার চেষ্টা করেছেন, যা ভারতের চিকিৎসা ব্যবস্থার তুলনায় অনেক ভালো ছিল।
ডা. সাখাওয়াত বলেন, "ভারতে রোগী পাঠানো বন্ধ হলে বাংলাদেশের চিকিৎসা সেক্টর উন্নতি করবে। আমাদের দেশেই এখন উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠছে।" এছাড়া, তিনি ভারতের চ্যানেলগুলোর প্রতি বাংলাদেশে করা নানান রেস্ট্রিকশন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, "আমাদের দেশপ্রেমি প্রজন্ম গড়ে তুলতে হবে।"
শেষে, তিনি বলেন, "ভারত যদি অতীতের মতো দাদাগিরি করতে চায়, যেখানে শুধুমাত্র আমাদের সবকিছুই নিয়ে যাবে এবং কিছুই দেবে না, তবে সেই ধরনের বন্ধু বাংলাদেশ আর চায় না।"
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1181689250416244&rdid=1HICElEoRi08cwNB
ইমরান