ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আমরা পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

প্রকাশিত: ০৩:৪১, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:৪১, ১৬ এপ্রিল ২০২৫

আমরা পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ আজ বুধবার (১৬ এপ্রিল) ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা পাকিস্তানসহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি।’ গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, ‘প্রফেসর ইউনূস সার্ককে (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) পুনরুজ্জীবিত করার জন্য বারবার বলেছেন। ড. ইউনূস বিভিন্ন সম্মেলনে গিয়ে সার্কের কয়েকজন লিডারের সাথে কথা বলেছেন। উনি চাচ্ছেন যে, সার্কে যতগুলো দেশ আছে, প্রত্যেকটি দেশের সাথে যাতে আমাদের সুসম্পর্ক হয়।’

পাকিস্তানও সাউথ এশিয়ান পরিবারভুক্ত ও সার্কভুক্ত দেশ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি। আমরা ভারতের সাথে সম্পর্কোন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান ও নেপাল সাথেও চাচ্ছি।’

গত সপ্তাহে নেপালের জন্য একটি আলাদা ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, ‘এর জন্য খুব দ্রুত আমরা জমি দেখছি উত্তরবঙ্গে। আমরা সাউথ এশিয়ান দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে চাই।’

 

সূত্র: https://www.facebook.com/share/r/1Bt6BVTQaS/

রাকিব

×