ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

জুলাই গণ–অভ্যুত্থানে শহিদ হৃদয়ের মায়ের হাতে ২ লাখ টাকা তুলে দিলেন জামায়াত নেতা ড. মাসুদ

এনমুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ০৩:০০, ১৬ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:০১, ১৬ এপ্রিল ২০২৫

জুলাই গণ–অভ্যুত্থানে শহিদ হৃদয়ের মায়ের হাতে ২ লাখ টাকা তুলে দিলেন জামায়াত নেতা ড. মাসুদ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শহিদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারকে নগদ ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাউফলের যৌতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রঘোষিত আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চিত্র: জামায়াতের কেন্দ্রঘোষিত আর্থিক সহযোগিতা প্রদান ও দোয়া অনুষ্ঠান

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বাউফল উন্নয়ন ফোরাম ও বাউফল ফাউন্ডেশনেরও চেয়ারম্যান। বক্তব্যে তিনি বলেন, ‘শহিদ হৃদয় কিছুদিন আগে আমাদের আয়োজিত এক অনুষ্ঠানে আমাকে বলেছিলো, ‘আমি চাই, আর কারো বুকে যেন গুলি না চলে।’ বৈষম্যের বিরুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘যারা আল্লাহর দ্বীনের জন্য, বৈষম্যের জন্য জীবন দেন, আল্লাহ তাদের মৃত বলতে নিষেধ করেছেন। হৃদয়কে যেন আল্লাহ শহিদ হিসেবে কবুল করে নেন, আমিন।’

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ হৃদয় গোটা পৃথিবীতে পটুয়াখালীর বাউফলকে উচ্চকিত করেছে জানিয়ে তিনি আরও বলেন, ‘হৃদয় আমাদের মাথা উঁচু করেছেন। আমাদের হৃদয় চাঁদাবাজ, দখলবাজ আর সকল অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জীবন দিয়েছেন।’

হৃদয় কলঙ্কমুক্ত বাউফল চেয়েছে বলে জানান জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ‘আমরা আগামীতে কলঙ্কমুক্ত বাউফল গড়ব, ইনশাল্লাহ্। যেখানে কোনো অনিয়ম থাকবে না, কোনো বৈষম্য থাকবে না।’

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমি ওমরাহ করতে গিয়েও বিশেষ করে বাউফলবাসীর জন্য দোয়া করেছি। আমি সেখানেও শহিদ হৃদয়কে, হৃদয়ের অসুস্থ বাবসহ তার পরিবারের জন্য দোয়া করেছি।’

জুলাই আন্দোলন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক ক্রেডিট নিতে চায় না বলে জানিয়ে তিনি বলেন, ‘হাসিনা পালানোর আগে আমাদের নিষিদ্ধ করে গেছে। আর এর ফলাফল হয়েছে শুধু পদত্যাগই নয়, দেশ ছেড়ে পালাতেও তারা বাধ্য হয়েছে।’

অনুষ্ঠানে জামায়াত ও শিবিরকে নিয়ে যারা অপপ্রচার চালায়, তাদের হুঁশিয়ারি প্রদান করে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শেখ হাসিনার মতো ঔদ্ধ্যতপূর্ণ এক নারীকে পাঁচ দিনের মাথায় পদত্যাগ করতে হয়েছে। ভবিষ্যতে জামায়াত ও শিবির নিয়ে কেউ ষড়যন্ত্র করলে, তার পতন হতে পাঁচ ঘণ্টাও লাগবে না। আল্লাহর ফয়সালায় হয়তো পাঁচ মিনিটই যথেষ্ট।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওঃ মু. ইসহাক মিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুস সুবাহান প্রমুখ।

এনমুল হক এনা/রাকিব

×