
ছবিঃ সংগৃহীত
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সসহ বিভিন্ন বাহিনীর প্রধান প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, রাঘব বোয়াল কাউকেই ছাড়া হচ্ছে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সকলের সার্বিক সহযোগিতায় এবারের উৎসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। সবাই নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে।”
অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্নের জবাবে কোনো মন্তব্য দেননি বলে দাবি করেন তিনি। এ দাবির পেছনে সুনামগঞ্জের সাধারণ মানুষের মতামতের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য দেওয়ার পর আর কিছু বলার নেই।”
তিনি আরও বলেন, “আমি তো বলিনি, জনগণ বলছে। আমি তো কিছুই বলিনি। ওখানে সাংবাদিকরা ছিল, তারা শুনেছে, তারা বলছে। আমি তো কিছুই বলিনি।”
ইমরান