ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এনসিপির বর্ষবরণ উৎসবে উপস্থিতি কম কেন, যা বললেন সামান্তা শারমিন

প্রকাশিত: ০০:৪৯, ১৬ এপ্রিল ২০২৫

এনসিপির বর্ষবরণ উৎসবে উপস্থিতি কম কেন, যা বললেন সামান্তা শারমিন

ছবি: সংগৃহীত।

একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে উপস্থাপক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে প্রশ্ন করেন, এনসিপির আয়োজিত বর্ষবরণ উৎসবে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় উপস্থিতি কম ছিল কেন। তিনি বলেন, “বর্ষবরণ উৎসব করলেন, আমি যে কয়টা ছবি ও ভিডিও দেখেছি, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আপনাদের উপস্থিতি অনেক কম ছিল। এর কারণ কি জনপ্রিয়তার ঘাটতি, নাকি যোগাযোগের অভাব?”

প্রতুত্তরে সামান্তা শারমিন বলেন, “না, বিষয়টা আসলে অন্যরকম। আমাদের এখন পর্যন্ত কেবল সেন্ট্রাল কমিটি রয়েছে। সেখানে সদস্য সংখ্যা মাত্র ২১৭ জন। এই ২১৭ জনকেই এখন পুরো দেশের দায়িত্ব নিতে হচ্ছে।

অনেকেই আছেন যারা বিভিন্ন জেলায় কর্মরত—কেউ জেলা গুছাচ্ছেন, কেউ উপজেলা পর্যায়ে কাজ করছেন। আমাদের বেশিরভাগ সদস্যই ঢাকায় থাকেন না। এখন ঢাকায় যারা আছেন, তাদের নিয়েই তো আমাদের কাজ করতে হয়। আর আজকে পুরো ঢাকাজুড়ে প্রচুর প্রোগ্রাম হয়েছে, অনেক কর্মসূচি ছিল।

আমাদের তো প্রতিটি জায়গায় উপস্থিত থাকা সম্ভব না। অন্তত আমাদের ওয়াকিবহাল থাকা দরকার—কোথায় কী হচ্ছে, তা জানতে।

আরেকটি বিষয় হলো—আমরা একটা দায়িত্ববোধও অনুভব করেছি। এটি একটি সার্বজনীন উৎসব, যেখানে নানা মতের মানুষের উপস্থিতি থাকে। কিন্তু এ ধরনের জায়গায় ‘বাগড়াদার’ লোকেরও অভাব নেই। তাই নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়টি মাথায় রেখেই আমরা ভেবেচিন্তে পদক্ষেপ নিয়েছি।

পুলিশ, নিরাপত্তা বাহিনী—সবাই ছিল। আমরাও চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে উপস্থিত থাকতে, যেন কোনো পরিস্থিতিতে আমাদের যদি ইনভলভ হতে হয় বা দ্রুত রেসপন্স করতে হয়, তাহলে সেটা যেন করা যায়।”

নুসরাত

×