ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাজনীতিকরণ হয়ে গেছে বর্ষবরণ: ড. মোশরেকা অদিতি হক

প্রকাশিত: ০০:২৬, ১৬ এপ্রিল ২০২৫

রাজনীতিকরণ হয়ে গেছে বর্ষবরণ: ড. মোশরেকা অদিতি হক

ছবিঃ সংগৃহীত

গাজী টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টাইমলাইন বাংলাদেশ-এ অতিথি হিসেবে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক বলেছেন, "বর্ষবরণ উৎসব এখন রাজনীতিকরণের শিকার হয়ে পড়েছে।" তিনি মনে করেন, এটি আমাদের সংস্কৃতি ও সামাজিক বোধের জন্য একটি উদ্বেগজনক ইঙ্গিত বহন করে।

অনুষ্ঠানের উপস্থাপক যখন জানতে চান, তিনি এবারের পহেলা বৈশাখ উদযাপনকে কীভাবে দেখেছেন, তখন ড. অদিতি বলেন, “ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা ১৪৩২ বঙ্গাব্দের। আমার মনে হয়েছে, ১৬ বছরের আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিস্ট শক্তির নির্মিত যে সংস্কৃতিমূলক অবস্থা, তার মধ্যেও এবার নববর্ষ উদযাপন বেশ উচ্ছ্বাসের মধ্য দিয়ে হয়েছে। মানুষজনের উৎসাহ, রঙ, আনন্দ—এসবই ছিল।”

তবে তিনি সতর্ক করেন, এই উৎসবমুখর পরিবেশের মাঝেও কিছু অস্বস্তিকর ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। তিনি বিশেষভাবে চট্টগ্রামের ডিসি হিলের ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে ১৩ এপ্রিল সন্ধ্যায় ৪৭ বছর ধরে চলা একটি বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে কিছু লোক অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। তারা ঘোষণা দিয়েছে যে তারা সেখানে আর কোনো প্রোগ্রাম করতে দেবে না। এটি নিঃসন্দেহে আমাদের নাড়া দিয়েছে।

তিনি বলেন, “আজকের দিনে সংস্কৃতির শত্রু-মিত্র নিয়ে ভাবার সময় এসেছে। ২০২৫ সালের প্রেক্ষাপটে আমরা যে সংস্কৃতির রাজনীতি বা রাজনীতির সংস্কৃতি বলি, তা কাকে ভিকটিম করছে, কার জন্য পথ রুদ্ধ করছে—এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।”

ড. মোশরেকা অদিতি হক বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি আবহমানকাল ধরে কৃষিভিত্তিক সমাজব্যবস্থার অংশ। ‘বর্ষ’ শব্দটির উৎপত্তি ‘বর্ষা’ থেকে—যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক ছিল।

তিনি বলেন, “এই বর্ষবরণ কেবল কৃষিজ উৎসব নয়—এতে জীবনের আনন্দ, সংস্কৃতি, অস্তিত্ব সবকিছু জড়িয়ে আছে। অথচ যুগে যুগে এই উৎসবকেও রাজনীতিকরণের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা—শব্দপ্রয়োগ নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছে।”

সূত্রঃ https://www.youtube.com/watch?v=7XHfrol-DwU

ইমরান

×