ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দলীয় এজেন্ডার পরিচয়ধারী শিক্ষকদের কোনভাবেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যাবে না: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

প্রকাশিত: ২৩:৪৬, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪৮, ১৫ এপ্রিল ২০২৫

দলীয় এজেন্ডার পরিচয়ধারী শিক্ষকদের কোনভাবেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া যাবে না: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে জানিয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ সম্প্রতি ঘটে যাওয়া ছাত্রদল ও বিএনপি যুবদলের ক্যাডারদের হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল ও বহিরাগত বিএনপি যুবদল ক্যাডাররা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়। যদিও বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ, তথাপি ছাত্রদল জোরপূর্বকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মতে, কুয়েটের উপাচার্য ড. মোহাম্মদ মাসুদের পৃষ্ঠপোষকতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, হামলার সময়ও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২২ জন সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, যদিও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সংগঠনটি আরও জানায়, হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেই মামলার জন্য বেছে নেওয়া হয়েছে, যা একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এই ঘটনার প্রতিবাদে ছাত্র সংসদ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলনে সমর্থন জানিয়ে আসছে।

ছাত্র সংসদের সদস্যরা আরও অভিযোগ করেন, কুয়েটের উপাচার্য অতীতে কুয়েট শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং বর্তমানে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার পরিবেশের পরিপন্থী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা মনে করে—বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় শিক্ষক ও উপাচার্য নিয়োগ শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। গত ১৬ বছরে ছাত্রলীগের বহু নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, এখন বিএনপিপন্থী শিক্ষকদের নিয়োগের মাধ্যমে তার পুনরাবৃত্তি হচ্ছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যসচিব জাহিদ আহসান বলেন, "আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতা ভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। দলীয় পরিচয়ধারী শিক্ষক, উপাচার্য, প্রভিসি বা প্রক্টরদের নিয়োগ ও অবস্থান বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা স্পষ্টভাবে বলছি—দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে নিয়োগ দেয়া যাবে না।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=UWF707cPGSk

ইমরান

আরো পড়ুন  

×