
ছবিঃ সংগৃহীত
আজ রাজধানীতে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা প্রত্যক্ষ করেছেন অনেকেই। তবে এই ঘটনা কেন ঘটেছে, তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, “আজকে যেটা হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের ধাওয়া পাল্টা ধাওয়া আপনারা দেখেছেন। এখন এদের মধ্যে কোনকিছু নিয়ে কোনকিছু হওয়ার জন্য গণ্ডগোল করা লাগেনা, এমনিই হয়। তো এমনিই কি কারণে ওরা নাকি মারধর করছে, কি কারণে মারধর – এরা ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা দেখতেছি এর সূত্রপাত কোথা থেকে হলো।”
তিনি আরও জানান, “আমরা ঘটনাস্থলে চলে আসার পর দুইটা টিমে ভাগ হয়ে একপক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে, আর আরেকপক্ষ আমরা এখানে, যেন তারা মুখোমুখি না হয়। আপনারা দেখেছেন ঢাকা কলেজের যারা, তারা ক্যাম্পাসে ঢুকে গেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ঢুকে গেছে।”
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/163xof6QHu/
মারিয়া