
ছবি: সংগৃহীত
ফেনী জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ১০ পরিবারের মাঝে ২০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকার এই অনুদান তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার তানিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রাণ হারানো এই শহীদদের প্রতি জাতি চিরঋণী। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
হারুন/রবিউল