ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

যে কারণে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন সারজিস

প্রকাশিত: ২৩:০৬, ১৫ এপ্রিল ২০২৫

যে কারণে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন সারজিস

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’- এর একটি শাখা স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ৩টি প্রস্তাবিত চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের মধ্যে একটি রংপুরে স্থাপনের সিদ্ধান্ত নেওয়ায় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি রংপুর বিভাগের সাধারণ মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, এই বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বহু বছর ধরে ন্যূনতম চিকিৎসাসেবার জন্য দুর্ভোগের শিকার হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুর্বিষহ জীবন কাটাতে হয়েছে অনেককেই।

তিনি আরও জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলার স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, হাসপাতাল ও মেডিকেল কলেজের ঘাটতি এবং নতুন স্বাস্থ্যসেবা অবকাঠামোর প্রয়োজনীয়তা তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন।

সারজিস আলম আশাবাদ ব্যক্ত করেন, রংপুর বিভাগকে যদি একটি স্বাস্থ্যসেবা হাব হিসেবে গড়ে তোলা যায়, তবে এটি শুধু দেশেই নয়, বরং পার্শ্ববর্তী কয়েকটি দেশের রোগীদের জন্যও একটি নির্ভরযোগ্য চিকিৎসাকেন্দ্র হয়ে উঠতে পারে।

এম.কে.

আরো পড়ুন  

×