ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিউমার্কেটে অবৈধ দখল থেকে দোকান পূণরুদ্ধারের জন্য মানব বন্ধন করেছে জাতীয় সমবায় শিল্প সমিতি

প্রকাশিত: ২১:২১, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৪, ১৫ এপ্রিল ২০২৫

নিউমার্কেটে অবৈধ দখল থেকে দোকান পূণরুদ্ধারের জন্য মানব বন্ধন করেছে জাতীয় সমবায় শিল্প সমিতি

ছবি: সংগৃহীত

রাজধানীরতে ঐতিহ্যবাহী ঢাকা গভঃ নিউমার্কেট এলাকার তিনটি দোকান (নং-২৬১, ২৬২ ও ২৬৩) অবৈধ দখল থেকে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় সমবায় শিল্প সমিতি লিমিটেড। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

সমিতির সভাপতি লিপিকা দাস গুপ্তার সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র তাঁতী সমবায়ী সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।

 

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লিপিকা দাস গুপ্তা জানান, ঢাকা সিটি কর্পোরেশনের মাধ্যমে ১৯৫৪ সালে বরাদ্দপ্রাপ্ত উক্ত দোকানসমূহ সমিতি নিয়মিত ভাড়া পরিশোধ করে ব্যবহার করে আসছিল। কিন্তু একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, যার নেতৃত্বে রয়েছেন যুব মহিলা লীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামী, কুখ্যাত মামলাবাজ ও জালিয়াত চক্রের প্রধান মকবুল হোসেন সর্দারতারা সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ওই দোকানগুলোর অর্ধেক এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাকি অর্ধেক দখল করে নেয়।

 

যদিও সরকারের পক্ষ থেকে দোকানগুলো সমিতিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি।

 

তিনি অভিযোগ করেন, গত ১২ আগস্ট ২০২৪ তারিখে মকবুল হোসেন সর্দার দলবল নিয়ে সমিতির মতিঝিলস্থ কার্যালয়ে ভাঙচুর চালায় এবং তাঁকে সভাপতির পদ থেকে পদত্যাগে বাধ্য করতে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৩৮, তারিখ: ৩১-০৮-২০২৪) করেছেন।

 

লিপিকা দাস গুপ্তা বলেন, আমি একজন সংখ্যালঘু, অসহায় নারী হিসেবে দ্বিগুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার দায়িত্ব পালন ও সমিতির সম্পত্তি রক্ষার চেষ্টা করায় আমাকে টার্গেট করা হচ্ছে।

 

তিনি অবিলম্বে দোকানসমূহ দখলমুক্ত করে সমিতির কাছে বুঝিয়ে দিতে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

রবিউল হাসান

×