ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

আদানির বিদ্যুৎ আবার ফিরলো

প্রকাশিত: ২০:৫৬, ১৫ এপ্রিল ২০২৫

আদানির বিদ্যুৎ আবার ফিরলো

ছবি সংগৃহীত

কয়েকদিনের কারিগরি সমস্যার পর আবারও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের আদানি গ্রুপ। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে বিদ্যুৎকেন্দ্রটির উভয় ইউনিট থেকেই পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

এর আগে গত ৮ এপ্রিল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে বয়লার টিউব লিকেজের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ১১ এপ্রিল সকালে দ্বিতীয় ইউনিটেও একই ধরণের সমস্যা দেখা দেয়, ফলে পুরো বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে।

পিডিবি ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, আদানির বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব। প্রথম ইউনিট বন্ধ হলেও দ্বিতীয় ইউনিট থেকে তখনও দিনে ৭৫০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

আশিক

সম্পর্কিত বিষয়:

×