ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এআইইউবি-তে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৭, ১৫ এপ্রিল ২০২৫

এআইইউবি-তে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

ছবি: জনকণ্ঠ

                                                                                          

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর উদ্যোগে “এআইইউবি বৈশাখী উৎসব ১৪৩২” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। বাঙালির প্রাণের এই উৎসবকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙে ও বাঙালি ঐতিহ্যে মেতে ওঠে।

পহেলা বৈশাখের এই আয়োজনে ছিল বাউল গান, লোকসংগীত, ব্যান্ড পারফরম্যান্স, নাগরদোলা, গ্রামীণ মেলা এবং এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। 

বৈশাখী উৎসব ১৪৩২ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, মিনার রহমান, তাহসান এবং প্রীতম হাসানের সংগীত পরিবেশনা। 
উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে বাহারি স্টল ও প্রদর্শনীর মাধ্যমে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরা হয়। মেলায় স্থান পায় দেশীয় খাবার, হস্তশিল্প, মাটির খেলনা, পাটজাত পণ্য এবং লোকজ ঐতিহ্যবাহী সামগ্রী। শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণ বর্ণিল করা হয় আলপনায় এবং তৈরি করা হয় পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ।

বৈশাখী উৎসব ১৪৩২-এর শুভ উদ্বোধন করেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও  ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। অনুষ্ঠানে  মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এআইইউবি-এর শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

বাংলা নববর্ষকে কেন্দ্র করে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এআইইউবি নিয়মিতভাবে এমন আয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।


 

আবুবকর

আরো পড়ুন  

×