ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ফেনীতে জুলাই গনঅভ্যুথানে শহীদ ১০ পরিবারকে ২ লাখ টাকা করে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৯:২৬, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:২৮, ১৫ এপ্রিল ২০২৫

ফেনীতে জুলাই গনঅভ্যুথানে শহীদ ১০ পরিবারকে ২ লাখ টাকা করে ২০ লাখ টাকা অনুদান দিয়েছে জেলা পরিষদ

ছবিঃ জনকণ্ঠ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে শহীদ পরিবারের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেযা হয। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১০ টি পরিবারের মাঝে জেলা পরিষদ, ফেনীর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা পরিষদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রসাশক সাইফুল ইসলাম প্রত্যেক পরিবারকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে মোট ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা প্রদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাহিদা আক্তার তানিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

 

ওছমান হারুন মাহমুদ / আরশি

আরো পড়ুন  

×