
ছবিঃ সংগৃহীত
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তিকালীন সরকারের রাষ্ট্র সংস্কারের মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা মনে করি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকারের দায়িত্ব টেকসই ও ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা জরুরি। আমাদের দৃষ্টিতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার।
সাবেক কোনও প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে নির্বাচনের অযোগ্যতা একটি বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মনে করি, এবং এ প্রস্তাবের সাথে আমরা একমত হতে পারিনি। প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারেও আমরা পুরোপুরি একমত নই।
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের ব্যাপারে আমরা একমত হলেও, একমাত্র নির্বাচিত সংসদই এ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে বলে মনে করি। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত এনসিসির গঠনপ্রক্রিয়ার সাথে আমরা সম্পূর্ণভাবে একমত নই।
এছাড়া, প্রয়োজনে এনসিসির সকল সদস্যের সম্মতিতে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বিধান রাখা হয়েছে— এ বিষয়টির সাথেও আমরা দ্বিমত পোষণ করছি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AgFf1aQbi/
মারিয়া