
ছবিঃ সংগৃহীত
দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান ৫ আগস্ট প্রসঙ্গে স্মৃতিচারণ করে এক বক্তব্যে বলেন, “৫ই আগস্টে ফিরে যাই গতবছর, যখন ফ্যাসিবাদের পতন হলো। পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজিমনিক ভারত, তারা মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে, কারণ তাদের যে একজন এজেন্ট রাষ্ট্রক্ষমতায় ১৫ বছর দখল করে রেখেছিল, এদেরকে তরুণ সমাজ এক মহান বিপ্লবের মাধ্যমে উৎখাত করেছে।”
তিনি আরও বলেন, “সাজাটা কী? বাংলাদেশের জনগণকে তারা আর চিকিৎসা করবে না। এরকম একটা ঘোষণা ভারতের ডাক্তাররা দিয়ে দিল, এবং ভারত ভিসা দেওয়া বন্ধ করে দিল।”
এই প্রেক্ষাপটে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মাহমুদুর রহমান বলেন, “এখানেই আপনার কাজটা আসছে। আমি মনে করি, আপনাদের মতো তরুণেরা যখন ডাক্তার হবেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এতোটা ডেভেলপ হয়ে যাবে আমাদের আর যেতে হবে না। ভারত আমাদের দেশে আসবে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যখন আমরা চিন্তা করবো—বাংলাদেশে ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দিব কি দিব না, আমরা চিন্তা করবো। আমরা সেই দিনের স্বপ্ন দেখি।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, “তবে আমি বলে দিই, বাংলাদেশের মানুষ অনেক মহৎ। তারা কোনদিনও কোন অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না—এই বিশ্বাস আমার আছে। আমরা অতোটা নিচে কোনদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো, আমরা অসুস্থ মানুষকে চিকিৎসা দিব না।”
মারিয়া