
ছবিঃ সংগৃহীত
কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এখন উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা হলগুলোর তালা ভেঙে পুনরায় প্রবেশের চেষ্টা করেন। আন্দোলনের এক পর্যায়ে তারা উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন।
দুপুর একটার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের হলের তালা খুলে দেওয়ার অনুরোধ জানান। তবে শিক্ষকরা সে অনুরোধে সাড়া দেননি।
পরে দুপুর পৌনে দুইটার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে বলেন, “এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি।”
লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, এমনকি নেট ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে তাদের হল থেকে বের করে দিয়েছেন।
এই আন্দোলনের প্রেক্ষাপটে ফেসবুকে কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, "We stand with KUET. Do not let the administration undermine the hard-won freedoms of the students." “আমরা কুয়েটের পাশে আছি। শিক্ষার্থীদের কষ্টার্জিত স্বাধীনতাকে প্রশাসনের খাটো করে দেখার সুযোগ দেবেন না।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15gh5vNi6D/
মারিয়া