
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার সঙ্গে শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি ইন্টারপোলের মাধ্যমে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় 'আমরা ঢাকাবাসী'-এর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ নির্মূল করাই বিএনপির মূল লক্ষ্য। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। জুলাই মাসে আন্দোলনের সময় ঘটে যাওয়া গণহত্যা তার জ্বলন্ত প্রমাণ।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও তাদের পরিবারের যেসব সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা সবাই এই গণহত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের বিরুদ্ধে জারি করা পরোয়ানা আন্তর্জাতিকভাবে কার্যকর করতে ইন্টারপোলের সহায়তায় ব্যবস্থা নিতে হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=Vyg7B2izsUo
আবীর