ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৬:৪২, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:৫২, ১৫ এপ্রিল ২০২৫

নিখোঁজের দুইদিন পর কৃষকের লাশ উদ্ধার

ছবি: কৃষক শান্তিপদ বিশ্বাস

নিখোঁজের দুইদিন পর চট্টগ্রামের পটিয়া থেকে মিলেছে শান্তিপদ বিশ্বাস (৮৮) নামের এক কৃষকের মরদেহ। তিনি উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পেরপেরা গ্রামের যোগেশ চন্দ বিশ্বাসের পুত্র। মঙ্গলবার সকালে স্থানীয় একটি খাল পাড়ের কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি কীভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই মরদেহ দাহ করা হয়।

জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের পেরপেরা গ্রামের যোগেশ চন্দ বিশ্বাসের পুত্র কৃষক শান্তিপদ বিশ্বাস গত ১৩ এপ্রিল নিখোঁজ হন। তিনি নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে কৃষি জমি এলাকায় তাকে খুঁজতে বের হলে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টি থানা পুলিশকে অবহিত না করে শ্মশানে নিয়ে দাহ করা হয়েছে বলে স্থানীয়রা জানান।

পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নোবেল বিশ্বাস জানিয়েছেন, নিখোঁজের ২দিন পর পরিবারের লোকজন কৃষককে খুঁজতে বের হয়। এসময় তারা কৃষি জমিতে লাশ পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজন মঙ্গলবার লাশ উদ্ধার করে ধর্মীয় রীতি অনুযায়ী দাহ করেছে। তবে তিনি কীভাবে মারা গেছে তা তিনি জানেন না।

এর আগে গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নে ফসলি জমি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমে ওই নারীর পরিচয় পাওয়া না গেলেও মঙ্গলবার তার পরিচয় মিলেছে।

বিকাশ/রবিউল

×