ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে আর্ন্তজাতিক সুন্নি সম্মেলনে অসহায় ফিলিস্তিনবাসীর জন্য লাখো মানুষের কান্না

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ১৫:৫৯, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৪, ১৫ এপ্রিল ২০২৫

সৈয়দপুরে আর্ন্তজাতিক সুন্নি সম্মেলনে অসহায় ফিলিস্তিনবাসীর জন্য লাখো মানুষের কান্না

ছবি: সংগৃহীত

মজলুম ফিলিস্তিনিদের উপর ইসরাইলের নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে সৈয়দপুরে আন্তজার্তিক সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) মাগরিবের নামাজর পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন দেশের আলেম ওলামারা এ সম্মেলনে বক্তব্য দেন।

গাউসিয়া ইসলামিক মিশনের আয়োজনে সম্মেলনটি সঞ্চালনা করেন ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুরের মহাপরিচালক ও আল কুরআন একাডেমি আমেরিকার প্রতিষ্ঠাতা আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল-বুখারী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন লন্ডন ম্যানচেষ্টার ওয়ার্ল্ড ইসলামিক মিশনের প্রেসিডেন্ট আল্লামা কামরুজ্জামান আল-আযামী। এ সময় অসহায় ফিলিস্তিনিদের জন্য মোনাজাতে লাখো মানুষের কান্নায় এ হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। প্রকম্পিত হয় শহরের বাংলা হাইস্কুল মাঠটি।

শাইখ হাইসান কারীম (ওমান), হাজী রফিক বারকাতী (দুবাই), উমার আল-ফকেহানী (ফ্রান্স), শাইখ ইমরান বারকাতী (আজমের শরিফ ভারত), শাইখ ইয়াসিন বারকাতী (করাচী, পাকিস্তান) ও ড. মুফতি মাযহার ইকবাল শামী, শাইখ নুর মোহাম্মদ মিসবাহী (নেপাল) স্থানীয় উলেমায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, পীর মাশায়েখ ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
 
বিকালে সম্মেলনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠেই ধর্মপ্রাণ মুসলমানগণ আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। পাকিস্তানের গণমাধ্যম কিউটিভির সঞ্চালক হাফিজ তাহির কাদেরী নাত পরিবেশনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি প্রবল আবেগ সৃষ্টি করেন উপস্থিথিদের। বহুদিন পর সৈয়দপুরে সুন্নি কনফারেন্স ও ফিলিস্তিনিদের পক্ষে দোয়া হওয়ায় লাখো ধর্মপ্রাণ উপস্থিত হন বাংলা হাই স্কুল মাঠে। জনসমুদ্রের মাঠে নিরীহ ফিলিস্তিনবাসীর জন্য মোনাজাত করেন আল্লামা কামরুজ্জামান আল-আযামী। এ সময় মহান আল্লাহপাকের দরবারে হাত তুলে কান্নাজরিত কন্ঠে আশ্রয় প্রার্থনা করেন।

আবীর

আরো পড়ুন  

×