ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত: সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবি

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী 

প্রকাশিত: ১৫:৪৭, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০২, ১৫ এপ্রিল ২০২৫

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত: সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের দাবি

ছবি: নিজস্ব সংবাদদাতা রাজবাড়ী

রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক বলে দাবি করেছেন ভুক্তভোগী মোটরসাইকেল চালক মো. গোলজার কাজী ও স্থানীয় ব্যবসায়ী ওসমান কাজী বুলু।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তারা বলেন, গত ৬ জানুয়ারি শহীদ মোল্লা নামের এক ব্যক্তি চন্দনী হরিণধরা গ্রাম থেকে তাদের মোটরসাইকেলে যাত্রী হিসেবে ওঠেন। পথিমধ্যে চন্দনী হাইওয়ে ব্রিজ এলাকায় দুর্ঘটনায় শহীদ মোল্লা আহত হন। আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন মোটরসাইকেল চালক গোলজার কাজী।

বক্তারা অভিযোগ করেন, আহত শহীদ মোল্লার ছেলে মো. সাইফুল মোল্লা, যিনি রাজবাড়ী জজ কোর্টে সহকারী হিসেবে কর্মরত, তিনি ব্যক্তিগত প্রভাব খাটিয়ে ইচ্ছাকৃতভাবে গোলজার কাজী ও ওসমান কাজী বুলুর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

এসময় মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সুলতান আহমেদ শুকুর, আব্দুল খালেক তালুকদার, মো. শোমশের, রবিউল খা, করম আলী, দেলোয়ার মুন্সি, বাবলু শেখ, ইছাক ফকিরসহ অনেকে।

রবিউল হাসান

আরো পড়ুন  

×