ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার, বললেন ববি হাজ্জাজ

প্রকাশিত: ১৪:৫১, ১৫ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার, বললেন ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই প্রথম সংস্কার বলে মনে করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সংবিধান সংস্কার কমিশনের দেয়া ১৬৬ টি প্রস্তাবের মধ্যে ১০০ টিরও বেশি প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে এনডিএম। ববি হাজ্জাজ জানান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাখ্যান, সংবিধানে বহুত্ববাদ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়াসহ একাধিক প্রস্তাবে আপত্তি জানায় এনডিএম। সেই সঙ্গে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবেরও বিরোধিতা করেন ববি হাজ্জাজ।

ববি বলেন, "প্রধানমন্ত্রীর মেয়াদ দুই টার্মের মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়েও আমরা পুরোপুরি একমত নই। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারেন বলে যে বিধান রাখা হয়েছে তার সাথেও আমরা দ্বিমত পোষণ করেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের ভিন্ন মত রয়েছে।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=92DACKSoGCc

আবীর

আরো পড়ুন  

×