ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ১৪:৫১, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৬, ১৫ এপ্রিল ২০২৫

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

ছবিঃ প্রতিবেদক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

যশোরের শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১নং কলোনী তালতলা মাঠ এলাকার ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।

১৫ এপ্রিল সকাল সাড়ে নয়টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ফোর্সসহ রুটিন ডিউটির সময় গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ওই এলাকার আজিজুর রহমানের ধানক্ষেত পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশী তৈরি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ যার দৈর্ঘ্য ২ ফুট এবং অপরটি কাঠের বাটসহ দুই খণ্ডে বিভক্ত যার দৈর্ঘ্য ২ ফুট ২ ইঞ্চি।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারন জিডি করা হয়েছে, যার জিডি নং ৩৫৭। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির সংশ্লিষ্টতা শনাক্ত হয়নি।

সাজেদ রহমান/ আরশি

আরো পড়ুন  

×