ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বাউফলে ঘর নির্মাণে টিন সহায়তা করলেন ড. মাসুদ

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৪:৩০, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:৪৫, ১৫ এপ্রিল ২০২৫

বাউফলে ঘর নির্মাণে টিন সহায়তা করলেন ড. মাসুদ

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য টিন প্রদান করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ ১৫ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার মদনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সুলতানকে এ সহায়তা করেন তিনি।

এ সময় ঘর নির্মাণের জন্য উপস্থিত থেকে চার বানে আট ফুট মাপের মোট ৩২টি টিন প্রদান করেন ড. শফিকুল ইসলাম মাসুদ।

ঘরের জন্য টিন পেয়ে সন্তোষ প্রকাশ করে মোঃ সুলতান বলেন, আমার নতুন ঘর তুলতে এই টিন অনেক সহায়ক ভূমিকা পালন করবে। ড. মাসুদ সাহেবকে আল্লাহ বাউফলবাসীর খেদমতে কবুল করুক।

গৃহ নির্মাণের টিন প্রদানকালে জামায়াতের এই কেন্দ্রীয় নেতার সাথে স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

আবীর

আরো পড়ুন  

×