
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার কারণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে সম্প্রতি আলোচিত মডেল মেঘনাকে ঘিরে কোনো ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে কিনা—এ নিয়ে প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে এসব গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “এইটা তো পুলিশের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়। অনেকে আসবে, অনেকে যাবে। এটা এক ধরনের নিয়ম। কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।”
তিনি আরও বলেন, “উনি হয়তো অসুস্থ, বা অন্য কোনো কারণ থাকতে পারে। এটাকে অতিরিক্ত কিছু ভাবার দরকার নেই।”
তবে ডিবি প্রধানের পদে নতুন কে দায়িত্ব নিচ্ছেন, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: https://www.youtube.com/watch?v=RsEmEkZOTYQ
আবীর