
ছবি: সংগৃহীত
প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে এই উৎসবকে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আয়োজনে। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। বাংলার চিরায়িত ঐতিহ্য ধারণ করে বৈশাখের নাচ, গান, কৌতুক, লালন গীতি, পুঁথি, পান্তা-ইলিশসহ নানা দেশীয় খাবারের সমারোহ ঘটে এই উৎসবে
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, দেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে সেই সাথে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলার চিরায়িত ইতিহাস ঐতিহ্য প্রসঙ্গে ধারণা দিতে এই আয়োজন। তিনি প্রবাসী বাংলাদেশিদের বিদেশে বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি আমিরাতের আইন-কানুন মেনে চলারও পরামর্শ দেন।
মেলায় শুধু পান্তা ইলিশ নয় সাজিয়ে তোলা হয় নানান নকশায় বাংলার চিরায়ত রূপ। প্রবাসী পরিবারগুলো পোশাক আশাকেও ফুটিয়ে তুলে বাঙালিয়ানা। দূর প্রবাসে এই ধরনের আয়োজনে উপস্থিত হতে পেরে প্রবাসী প্রজন্মরা আনন্দ প্রকাশ করে। রাত ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে জমজমাট পূর্ণ এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের চিরন্তন উৎসব, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য। পয়লা বৈশাখ আমাদের আপন শিকড়ের প্রাণশক্তিতে উজ্জীবিত হওয়ার দিন, বাঙালির প্রাণের উৎসবের দিন। তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন এবং নিজেকে সুনাগরিক হিসেবে মেনে চলার অনুরোধ জানান।
পরে এক সাংস্কৃতিক আয়োজনে গানে গানে মাতিয়ে তোলেন শিল্পীরা। শিল্পীরা নানা পরিবেশনার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করেন উপস্থিত প্রবাসীদের। অনুষ্ঠানে
বৈশাখের নাচ,গান, কৌতুক, লালন গীতি, পুঁথি ছাড়াও ৮০ দশকের চলচ্চিত্রের সৃজনশীল গানের পরিবেশনা সকলের হৃদয় ছুঁয়ে যায়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত এবারের অনুষ্ঠান বেশ উপভোগ্য ও প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস উম্মে রুম্মান, কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন্নাহার তানিয়া, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ যথাক্রমে প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন,আবদুস সালাম তালুজদার, প্রকৌশলী আব্দুস সালাম খাঁন, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, দুবাই আল আবির বিজনেস এসোসিয়েশনের সহ-সভাপতি সিআইপি নজরুল ইসলাম, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই সভাপতি সিআইপি হাজী আব্দুল করিম, বাংলাদেশ সমিতির প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এম এ বাশার, সিআইপি মোহাম্মদ ইব্রাহিম, কুলাউড়া সমিতি ইউএই সভাপতি আব্দুল লতিফ,দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান, কাউন্সিলর (শ্রম) মো: আব্দুস সালাম, দূতালয় প্রধান আশফাক হোসাইন, প্রথম সচিব (শ্রম) শাহানাজ পারভীন, দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহিরসহ কনস্যুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তা, কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ দু' শতাধিক বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমান।
আবীর