
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়।
৩ পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মো: শহিদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিভিশনের সাবেক ডিবি পরিদর্শক মো: আরাফাত হোসেন।
মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলায় এই তিন পুলিশ কর্মকর্তাকে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আজ গ্রেফতার দেখানো হবে। গত ৮ এপ্রিল তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
৫ আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করার পর পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন আগুন দেওয়া হচ্ছিল তখনো একজন জীবিত ছিল। তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
জানা যায়, লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে।
মায়মুনা