
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নির্দেশে বাউফলে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও হলগুলোতে খাবার পানি ও কলম প্রদান করা হয়েছে। এ ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।
পরীক্ষার্থীরা হলে যাওয়ার পথে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এক বোতল পানি ও একটি করে কলম প্রদান করছেন।
আজ মঙ্গলবার পরীক্ষার হলে যাওয়ার আগমুহূর্ত পর্যন্ত পরীক্ষার্থীদের এক বোতল করে পানি ও একটি করে কলম দেয়া হয়েছে।
বাউফল কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী সামিয়া আক্তার বলেন, "উপহার পেলে ভালোই লাগে, তা যতোই সামান্য হোক না কেন। এক বোতল পানি ও একটি করে কলম দেয়া হচ্ছে এটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে।"
পরীক্ষার্থী সামিয়া আক্তারের বাবা মোঃ সাইফুল ইসলাম বলেন, "বিএনপির এ উদ্যোগটি ভালো। আমি সাধুবাদ জানাই।"
বাউফলের দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী বলেন, তার এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা পানি ও কলম প্রদান করছেন। বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও বাউফলের কৃতি সন্তান মু. মুনির হোসেনের নির্দেশে তারা এ দায়িত্ব পালন করছেন। তার এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কালাইয়া কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে। সেই সকল পরীক্ষার্থীদের পানি ও কলম সরবরাহ তার মাধ্যমে করা হচ্ছে। এ কার্যক্রম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত চলবে বলেও তিনি জানান।
আবীর