
গেল ক’দিন আগেই ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) গেল বুধবার এ সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। সিবিআইসির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সালের ২৯ জুন এ–সংক্রান্ত এক আদেশে এই সুবিধা দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের কলকাতা বন্দর, নবসেবা বন্দর ও কলকাতা বিমান কার্গো কমপ্লেক্স ব্যবহার করার সুযোগ দিয়েছিল সিবিআইসি। এখন সে সুবিধা প্রত্যাহার করল ভারত।
এবার এই ট্রান্সশিপমেন্টের বাতিল ইস্যুতে কথা বলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ (১৫ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস হোসেন জানান, ভারত ট্রানশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রানজিট এবং করিডোর বাতিল করবো, হিসেব সহজ। এতো দেরি কিসের!!
ফুয়াদ