ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নতুন দামে শিল্পে বৈষম্য বাড়বে, দীর্ঘমেয়াদী নীতিমালা চান কারখানা মালিকরা

প্রকাশিত: ১১:৪৪, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৪৮, ১৫ এপ্রিল ২০২৫

নতুন দামে শিল্পে বৈষম্য বাড়বে, দীর্ঘমেয়াদী নীতিমালা চান কারখানা মালিকরা

ছবি: সংগৃহীত

পুরাতন সংযোগে গ্যাসের আগের দাম প্রতি ইউনিটে ৩০ টাকা বহাল রাখলেও একই কারখানার অনুমোদনের অতিরিক্ত চাহিদায় আরো ১০ টাকা বেশি, অর্থাৎ, সব মিলিয়ে ৪০ টাকা গুনতে হবে শিল্প মালিককে। যা আগের দামের চেয়ে ৩৩ শতাংশ বেশি। নতুন কারখানার সংযোগেও দাম বাড়িয়ে প্রতি ইউনিট ৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এটি কার্যকর হবে চলতি এপ্রিল থেকেই।

শিল্প মালিকরা বলছেন গ্যাস সংকটে ভোগে ঠিকমত পণ্য উৎপাদন করা যাচ্ছে না। এর মাঝেই নতুন এবং পুরাতন সংযোগে গ্যাসের ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ আইন বহির্ভূত এবং বৈষম্যমূলক। এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে।

দেশে গ্যাস ভিত্তিক শিল্পের মধ্যে অন্যতম টেক্সটাইল খাত। মিলগুলো গ্যাস সংকটে চলছে ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমিয়ে। এমন অবস্থার মাঝে পুরাতন সংযোগের জন্য প্রতি ইউনিটে আগের ৩০ টাকা বহাল রেখে অনুমোদিত চাহিদার বেশি এবং নতুন সংযোগের দাম নির্ধারণ করা হলো ৪০ টাকা। শিল্প মালিকরা বলছেন এটি বেআইনি এবং বৈষম্যমূলক।

লিটল গ্রুপ চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, "আপনি যদি আমাকে জ্বালানিই না দেন আমার মূল্য বাড়ালেন কমালেন সেটা তো বড় জিনিস হছে আমার প্রতিদিন আমার একটা হিসাব ৩০% লস হচ্ছে, প্রোডাকশন লস হচ্ছে। আমি লস দিয়ে যাচ্ছি টাকা এবং নীতিমালা বানান তারপরে আপনারা নতুন ইন্ডাস্ট্রি, নতুন বিনিয়োগের ব্যাপারে আপনারা চিন্তাভাবনা করেন।"

গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ নিয়ে বলছে গ্যাসের দাম বৃদ্ধিতে পুরাতন কারখানা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ থমকে যাবে। বিকেএমইএ প্রেসিডেন্ট মোঃ হাতেম বলেন, "গ্যাস কোম্পানিগুলির যে নীতিমালা সেই নীতিমালার মধ্যেই কিন্তু বলা আছে একই শ্রেণীর গ্রাহকের জন্য ভিন্ন ভিন্ন রেট হওয়া যাবে না। তো এটা কিন্তু নীতিমালার পরিপন্থি যেটা করা হয়েছে এবং অবশ্যই এতে বিনিয়োগ নিরুৎসাহিত হবে।"

টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বিটিএমএ বলছে গেল বছর গ্যাসের দাম ১০২ শতাংশ বাড়ানোতেই বিল পরিশোধে হিমশিম খেতে হচ্ছে। বিটিএমএ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবুল কালাম বলেন, "বিদেশি ইনভেস্ট কমিটমেন্ট আসে নাই। আসার আগে আপনি যদি গ্যাসের দামটা ৩৩ বৃদ্ধি করেন তাহলে তারাও কিন্তু নিরুৎসাহিত হবে। এক বছর হয় নাই। এক বছর আবার আবার কবে বাড়াবেন তারও কোন দিক নির্দেশনা নাই। আমার মনে হয় প্রত্যেকটা একটা মাস্টার প্ল্যান থাকা উচিত।"

দাম না বাড়িয়ে বরং সিস্টেম লসের নামে গ্যাসের অপচয় কমানো এবং নতুন কূপ অনুসন্ধান ও খননের পরামর্শ শিল্প মালিকদের।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=SaBFXX_qxic

আবীর

আরো পড়ুন  

×