
ছবিঃ সংগৃহীত
আলাদা সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশের আসন্ন নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং নীতিনির্ধারণী নানা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। বিশ্লেষকদের মতে, গণতান্ত্রিক উত্তরণে দেশের যে অগ্রগতি, তা আন্তর্জাতিক মহলের কাছে স্পষ্টভাবে তুলে ধরার এখনই সময়। একইসঙ্গে, সরকারের পক্ষ থেকে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে ইতিবাচক ও নৈতিক অবস্থান তুলে ধরাও জরুরি।
আগামী বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরদিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ।
ছাত্র-জনতার গণআন্দোলনের পর অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি, মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও ট্রাম্প প্রশাসনের গভীর আগ্রহ রয়েছে বলে জানা গেছে। এসব গুরুত্বপূর্ণ বিষয়ই আলোচনায় প্রাধান্য পেতে পারে।
মুমু