
ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে আরজ আলী চাচাকে লক্ষ মানুষের সামনে গাইতে দেখা ‘চোখের জন্য পরম শান্তি’ বলে একটি পোস্ট শেয়ার করেন।
পোস্টে তিনি লেখেন, "আরজ আলী চাচাকে লক্ষ মানুষের সামনে গাইতে দেখা চোখের জন্য এক পরম শান্তি। দেশের হাটে-মাঠে-বাটে এরকম হাজার হাজার প্রতিভা আছে। এই শক্তিটাকে কাজে লাগানোর উপায় আছে। আমরা একটা কাঠামো তৈরি করতে পারি, যেটা শুধু বাংলাদেশের ইমেজ বিল্ডিং-এ হেল্প করবে তা না, আমাদের শিল্পীরা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবে।"
তিনি আরও লেখেন, "আমার ব্যক্তিগত বিবেচনায়, গান হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী কালচারাল অ্যাসেট। বাংলাদেশকে বাইরের দুনিয়ায় গানের দেশ হিসেবে প্রজেক্ট করতে পারলে সবচেয়ে বড় কাজ হবে।"
উল্লেখ্য, সোমবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখের উৎসব উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল তিনটা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে বৈশাখী ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1174328967680907&rdid=SluW7CQSSiPnB52w
ইমরান