ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

হাসিনামুক্ত বাংলাদেশে সবাই এভাবে মিলেমিশে একসাথে থাকুক, সেই প্রত্যাশা সামনেও থাকবে: সাইয়েদ আবদুল্লাহ

প্রকাশিত: ০৩:০৮, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:০৮, ১৫ এপ্রিল ২০২৫

হাসিনামুক্ত বাংলাদেশে সবাই এভাবে মিলেমিশে একসাথে থাকুক, সেই প্রত্যাশা সামনেও থাকবে: সাইয়েদ আবদুল্লাহ

সোশ্যাল অ্যাকটিভিস্ট ও ফ্রিল্যান্সার ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইয়েদ আবদুল্লাহ বলেছেন, হাসিনামুক্ত বাংলাদেশে সবাই এভাবে মিলেমিশে একসাথে থাকুক, সেই প্রত্যাশা সামনেও থাকবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সাইয়েদ আবদুল্লাহ পোস্টে লিখেন, সেদিনের 'মার্চ ফর গা জা' এবং আজকের 'বাংলা নববর্ষ' দুইটা ইভেন্ট দেখার পর আমার একটা ব্যক্তিগত অবজারভেশন হলো— মানুষ এখন বিভিন্ন অকেশনে  স্বতঃস্ফূর্তভাবে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পছন্দ করছে। কোথাও তেমন কোন ক্যাচাল লাগে নাই।

তিনি লিখেন, মানে লীগের পাণ্ডাগুলো না থাকলে দেশের আপামর জনতা কমবেশি একত্রে আন্তরিকতা নিয়ে চলতে পারে— এগুলো হলো তারই প্রমাণ। এবং এই প্রোগ্রামগুলোতে দেশের আপামর জনতা একসাথে মিলেমিশে যাচ্ছে দেখে যখন দেখছি লিগের ভাড়াটে কালচারাল ফ্যাসিস্টদের কারও কারও 'দমবন্ধ' হয়ে যাওয়ার অনুভূতি জাগছে (যেমন—শাওন), তখন আদতে এই প্রোগ্রামগুলো যে প্রকৃতপক্ষে সফল হয়েছে, সেটা নিঃসন্দেহে বলা চলে।

সবশেষ তিনি লিখেন, হাসিনামুক্ত বাংলাদেশে সবাই এভাবে মিলেমিশে একসাথে থাকুক, সেই প্রত্যাশা সামনেও থাকবে।

সজিব

আরো পড়ুন  

×