ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

আমরা আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না: আবু সাদিক

প্রকাশিত: ০২:৫৩, ১৫ এপ্রিল ২০২৫

আমরা আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না: আবু সাদিক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম বলেছেন, আমরা আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে সাদিক কায়েম লিখেন, কুয়েটে ছাত্রদের উপর একদল স'ন্ত্রা'সী বাহিনী বর্বর হামলা চালায়। পুরো ক্যাম্পাস নিরপরাধ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত হয়। এদের ছবি, ভিডিও ও রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য স্পষ্টভাবে জানা গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি; উপরন্তু আহতদের নামে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হলো!

তিনি লিখেন, খুবই ন্যাক্কারজনকভাবে আবার কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারাদেশও দেওয়া হয়েছে! এটা সম্পূর্ণ অন্যায্য ও জুলুম। এ কি তবে আসন্ন নয়া ফ্যাসিবাদের পদধ্বনি?

সবশেষ আবু সাদিক লিখেন, আমরা আর কোনো ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না। কুয়েটের বিবেক বর্জিত ভিসির প্রত্যক্ষ মদদ ও হস্তক্ষেপে কুয়েট ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া এই বেইনসাফী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই।

সজিব

আরো পড়ুন  

×