ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

এবার কী টিউলিপকে বাংলাদেশের হাতে তুলে দেবে যুক্তরাজ্য?

প্রকাশিত: ০২:২৮, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:২৮, ১৫ এপ্রিল ২০২৫

এবার কী টিউলিপকে বাংলাদেশের হাতে তুলে দেবে যুক্তরাজ্য?

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের দুর্নীতির মামলায় এবার যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও নাতনী টিউলিপ সিদ্দিক একাধিক আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সরাসরি জড়িত।

এই মামলার আওতায় ইতিমধ্যেই পূর্বাচল নিউটাউন প্রকল্পে জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধেও আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গ্রেপ্তারি পরোয়ানার ফলে এখন টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি পথ সুগম হয়েছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিদেশি কোনো মামলায় আসামি হিসেবে টিউলিপকে "পলাতক" ঘোষণার পর বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাজ্য সরকারের কাছে তার প্রত্যার্পণ চাইতে পারে।

বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কোনো পরিস্থিতি তৈরি হলে, টিউলিপের সংসদ সদস্য হিসেবে অবস্থান ও ভাবমূর্তি গভীর সংকটে পড়বে।

দুদক ও অন্যান্য তদন্ত সংস্থার বরাতে উঠে এসেছে যে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের তালিকায় রয়েছে:

  • পূর্বাচলে জমি বরাদ্দে দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা
  • ব্যক্তিগতভাবে বিপুল পরিমাণ অর্থপাচার ও আর্থিক অনিয়ম
  • রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতে সংশ্লিষ্টতা
  • ব্রিটিশ পার্লামেন্টে তথ্য গোপন ও মিথ্যাচার

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকেই তার পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, সম্পত্তি দখল ও অর্থপাচারের অভিযোগ সামনে আসতে থাকে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করে এবং পরে অভিযোগ প্রমাণিত হলে মামলা রুজু হয়।

বিশ্লেষকরা মনে করছেন, টিউলিপের মতো আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। যদিও যুক্তরাজ্য এর আগেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যার্পণে সতর্কতা অবলম্বন করেছে।

তবে বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক চাপে ব্রিটিশ সরকার কতটা সাড়া দেয় সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: https://www.youtube.com/watch?v=YSQWTUE9aCU&ab_channel=DeshTVNews

নুসরাত

আরো পড়ুন  

×