
ছবিঃ সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এলো প্রথম বর্ষবরণ উৎসব। তাই বাংলা ১৪৩২ উদযাপনে কমতি রাখা হয়নি কোন আয়োজনের। ৩৬ এ জুলাই কিংবা মুগ্ধর সেই পানির বোতন, ফ্যাসিস্টের মুখাকৃতিসহ নানা মোটিফ ছিল এবারের আয়োজনে।
সমতল কিংবা পাহাড়ি জনগোষ্ঠী, কৃষক কিংবা রিকশাচালকসহ সবার অংশগ্রহণ ছিলো আনন্দ শোভাযাত্রায়।
এতে অংশ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ফ্যাসিস্ট সবচেয়ে অশুভ বড় শক্তি। এটি রাজনীতির কোন অংশ নয়।
এদিকে সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীকে একত্র করে নববর্ষ উদযাপনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শোভাযাত্রায় রঙিন পোশাক ও সাজসজ্জায় অংশ নেয় তরুণ প্রজন্ম। সবার মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস, ছিল না কোন ভয়ভীতি। তাইতো আয়োজনে ভিন্নতা দেখছে নবীনরা। বলছেন, জুলাই স্প্রিটকে ধারন করে সবার অংশগ্রহণ পূরণ করেছে বাঙালির আশা আকাঙ্খা।ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের ভয়ভীতি হীন নববর্ষ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত সবাই।
রিফাত