ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পালিয়ে গিয়েও যেখানে বিলাসী জীবন ও কূট পরিকল্পনায় মত্ত পতিত আওয়ামী এমপি-মন্ত্রীরা

প্রকাশিত: ০০:৩৪, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:৩৯, ১৫ এপ্রিল ২০২৫

পালিয়ে গিয়েও যেখানে বিলাসী জীবন ও কূট পরিকল্পনায় মত্ত পতিত আওয়ামী এমপি-মন্ত্রীরা

ছবি: রোজডেল গার্ডেন কমপ্লেক্স, কলকাতা

গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক এমপি-মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গিয়েও রাজনৈতিক কার্যক্রম আর বিলাসী জীবনযাপনে মত্ত। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের কলকাতার একটি জায়গা ইতোমধ্যে পরিণত হয়েছে পতিত আওয়ামী লীগের সদর দপ্তরে, সেখান থেকেই নির্দেশনা দেওয়া হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা নেতাকর্মীদের।

জানা গেছে, কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন থেকে অন্তর্বর্তী সরকারের পতন আর দেশকে অস্থিতিশীল করার গোপন পরিকল্পনায় মেতেছে দেশ থেকে পালিয়ে সেখানে আশ্রয় নেওয়া পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।

৫ আগস্টের আগে ও পরে পতিত শেখ হাসিনাসহ পালিয়ে যাওয়া প্রায় শতাধিক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীকে আশ্রয় দিয়েছে ভারত। সেখানে নিজ দেশের মতোই আরাম-আয়েশে জীবনযাপন করছেন তারা। জানা গেছে, রোজডেল গার্ডেনে একটি ভবনের নিচতলায় এক ফ্ল্যাটে চলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম।

কলকাতায় পালিয়ে যাওয়া এসব মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা গেল ঈদুল ফিতরসহ বিভিন্ন উৎসবে অংশ নিচ্ছেন, দেখা করছেন একে অপরের সঙ্গে। তারা কলকাতাকে সদরদপ্তর হিসেবে ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাাপ গ্রুপসহ বিভিন্ন ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগও রক্ষা করছেন।

৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর কলকাতায় আশ্রয় নেওয়া পতিত আওয়ামী লীগের এসব মন্ত্রী-এমপিরা প্রতিনিয়ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে, নিজেদের ফিরে আসার পথ সুগম করতে কূট পরিকল্পনায় মেতেছেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=NV1rIWSYvVs

রাকিব

আরো পড়ুন  

×